এক নজরে মাঝারদিয়া ইউনিয়নইতিহাস ও ঐতিহ্যবাহী পীরে কামেল হযরত মদন শাহ এর জম্মভূমি মাঝারদিয়া ইউনিয়ন। একদিকে কাগদী বাওড় ও আন্য দিকে বিল কাজলডাঙ্গা। সবুজ শ্যামল ছায়াঘেরা উর্বর মাটির ইউনিয়ন এই মাঝারদিয়া। বর্ষার মৌসুমে ইউনিয়নের মুরাটিয়া রাস্তায় দাড়িয়ে দু চোখ যত দুর যায় শুধু ধুধু পানি আর পানি এর নির্মল হাওয়া মানুষের মনে এক অন্য অনুভূতির জম্ম দেয়। যার উত্তরে: কুমার নদী বেষ্টিত কুমারপুট্রি গ্রাম। পশ্চিমে: কাগদী বাওড় বেষ্টিত কাগদী গ্রাম। দক্ষিনে: সর্জনকান্দা পূবে: বিল কাজল ডাঙ্গার পাড়ে মুরাটিয়া, পোড়াগুদী গ্রাম।
ইউনিয়নের নাম: মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ উপজেলা: সালথা জেলা: ফরিদপুর। স্থাপন কাল: ১৯৭৯ সাল
জনসংখা:-১৭৫৬৩ জন। পুরূষ:-৮৭২৯জন, মহিলা:-৮৮৩৪জন।
গ্রাম:-১৪টি (ক) কুমারপুট্রি (খ) মাঝারদিয়া (গ) কাগদী (ঘ) আজলপুট্রি (ঙ) নওপাড়া (চ) বাতাগ্রাম (ছ) হোড়েরকান্দী (জ) চান্দাখোলা (ঝ) যুগিকান্দা (ঞ) সর্জনকান্দা (ট) খালিশপুট্রি (ঠ) (ড) মুরাটিয়া (ঢ) পোড়াগুদী (ণ) হরিনা।
প্রাথমিক বিদ্যালয়:- ১১টি মাধ্যমিক বিদ্যালয়:-১ টি দাখিল মাদ্রসা :-১ টি ভোটার সংখা:-১০,০০২ জন। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS